১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

- প্রতীকী ছবি

ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা, যা চলতি বছরে সর্বোচ্চ। পাশাপাশি দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারাদিনে ৫১৯ কোটি টাকার শেয়ার ও লেনদেন হয়েছে। এই প্রথম ২০২৫ সালে লেনদেন ৫০০ কোটি ছাড়াল।

এর আগে ২১ জানুয়ারি সর্বোচ্চ ৪৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এক দিনের হিসাবে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা।

লেনদেনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে সূচক এবং বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপ বেড়েছে ১ পয়েন্ট।

লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম। ক্যাটাগরির হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ১২০, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৪৭, কমেছে ২৪ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৪৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগরই দাম ছিল অপরিবর্তিত। ১৯ কোম্পানির দামে আসেনি কোনো পরিবর্তন। দাম বেড়েছে ১০ এবং কমেছে ৮ কোম্পানির।

সারাদিনে ব্লক মার্কেটে ২৯ কোম্পানির শেয়ার বেচাকেনা হয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ লাখ শেয়ার ৩৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। এসিআই লিমিটেড সর্বোচ্চ ২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে লেনদেনের শীর্ষে আছে এম এল ডায়িং লিমিটেড। অন্যদিকে ৪ দশমিক ১৩ শতাংশ দাম হারিয়ে তলানিতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

সূচক বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ২২২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

এক দিনে সিএসইতে মোট ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধিতে শীর্ষে আছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ৯ দশমিক ৮৫ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিকে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স দুটি খসড়া প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে টাস্কফোর্সের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন ঋণের বিষয়াদি যুগোপযোগী করার সিদ্ধান্তের সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কমিশন।

দেশের পুঁজিবাজার সংস্কার এবং উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কমিশন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল