১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৯৮১২ টাকা

ফেব্রুয়ারির ১০ দিনেই তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে - ফাইল ছবি

স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ফেব্রুয়ারির ১০ দিনেই তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯০২ টাকা বাড়িয়ে এক লাখ ৪৩ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে এক লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এই প্রথম সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেল।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দু’ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দু’ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দু’ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৫১ নাটোরে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী আটক অভ্রর মেহদীর সাথে যেভাবে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিজয়ের জব্বার জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব আজ আসছেন বৈদেশিক বিনিয়োগ ও সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হচ্ছে সাবেক মন্ত্রী দিপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে ২ মামলা দুদকের বাংলাদেশ ব্যাংকের তদন্তের দায়িত্ব থেকে দুদক পরিচালককে প্রত্যাহার সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা পুলিশ সদর দফতর ওমানের মাস্কাটে বৈঠকে বসবেন তৌহিদ : জয়শঙ্কর সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেফতার

সকল