০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
জুলাই অভ্যুত্থান

আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি

- ছবি : সংগৃহীত

যেসব বিদেশী চিকিৎসক জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেবেন, তাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় রাজস্ব বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারকে প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে তাদের ওপর আরোপনীয় কর অব্যাহতি দেয়া হলো।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দু’জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মন্ত্রণালয় খুব শিগগির আরো ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের বিদেশে পাঠানোর পাশাপাশি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে এ দেশের হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়ারও চেষ্টা অব্যাহত আছে।

গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ১০ জনের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। গত কয়েক মাসে থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে বেশ কয়েকটি চিকিৎসক দল আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছিল।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ জানুয়ারি পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের ব্যয় হয়েছে ১৬ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে একজনের পেছনে খরচ হয়েছে ছয় কোটি ৩৭ লাখ টাকার বেশি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে থাকা ওই আহত ব্যক্তির চিকিৎসা শেষ হতে আরো কয়েক মাস লাগবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আহতরা যেন সর্বোত্তম চিকিৎসা পান, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় চিকিৎসা দেশে না থাকলে আমরা অবশ্যই আহতদের বিদেশে পাঠাব। আবার প্রয়োজনে বিদেশ থেকেও চিকিৎসক আনব।’ সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাবেয়া-মুর্শিদাদের

সকল