পুঁজিবাজারে সূচক বেড়েছে সামান্য, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
ঢাকার পুঁজিবাজারে উত্থান দিয়ে লেনদেন শেষ হলেও সূচক বেড়েছে সামান্য। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দাম কমলেও বেড়েছে সামগ্রিক লেনদেন।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র এক পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস এবং ব্লু-চিপ ডিএস-৩০-এর উত্থান ছিল দশমিকের ঘরে।
সারাদিন লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০, কমেছে ১৮৫ এবং অপরিবর্তিত আছে ৭৪ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির দাম কমলেও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিতে দামবৃদ্ধির পরিমাণ বেশি। ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৭৮, কমেছে ১০৩ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ২৪, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরির ৩৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত ছিল ১৭ কোম্পানির শেয়ারের দাম। দাম বেড়েছে ছয় এবং কমেছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ২৫ লাখ শেয়ার নয় কোটি ৫০ লাখ টাকায় ক্রয়-বিক্রয় হয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি লিমিটেডের দুই লাখ ৩৭ হাজার শেয়ার সর্বোচ্চ দুই কোটি ৩৪ লাখ টাকায় বিক্রি হয়েছে।
ডিএসইতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে আছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এক দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে নয় দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে পাঁচ দশমিক ৮৬ শতাংশ দাম কমে তলানিতে অবস্থান করছে অনিলমায়ার্ন ডায়িং লিমিটেড।
বিনিয়োগকারীদের ১৭০ শতাংশ ফেসভ্যালু প্রতি লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। চলতি বছর এপ্রিলের ২৩ তারিখে কোম্পানিটির বার্ষিক সভা হওয়ার কথা। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, গ্রামীণফোনে শেয়ারপ্রতি লাভ হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা। লভ্যাংশ ঘোষণা দেয়ায় নিয়ম অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেনে সার্কিট ব্রেকার তুলে দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ না দেয়ায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বেকন ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণের সিদ্ধান্ত জানিয়েছে ডিএসই। ২০২৪ সালে বেকন ফার্মাসিটিক্যালস ২০ শতাংশ এবং রহিমা ফুড ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিলেও পেরিয়ে গেছে নির্ধারিত সময়।
‘বি’ ক্যাটাগরির আরেক কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ডিএসসি কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করেছে। মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসকে ‘জেড’ ক্যাটাগরির নতুন এ তিন কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের কোনো ঋণ না দেয়ার নির্দেশনা দিয়েছে ডিএসই।
মঙ্গলবার ডিএসই তালিকাভুক্ত মোট পাঁচ কোম্পানি বিনিয়োগকারীদের পূর্বঘোষিত লভ্যাংশ প্রদান করেছে। এদের মধ্যে ফার্মা এইডস সর্বোচ্চ ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। বাকি কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রি লিমিটেড ২৩ শতাংশ, লাভেলো আইসক্রিম ১০ শতাংশ, অগ্নি সিস্টেম লিমিটেড চার দশমিক ৮০ শতাংশ এবং জিকিউ বলপেন লিমিটেড তিন শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে, এক দিনের লেনদেন ডিএসইতে সবচেয়ে ভালো অবস্থানে আছে কাগজ এবং প্রিন্টিং খাতের কোম্পানি। এ খাতে শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক ৫৯ শতাংশ। দাম বেড়েছে তালিকাভুক্ত ছয় কোম্পানির সবকটির।
এদিকে এক দশমিক ২৭ শতাংশ দাম হারিয়ে পতনের মুখে পড়েছে সিমেন্ট খাত। এ খাতের সাত কোম্পানির মধ্যে দাম কমেছে পাঁচ এবং বেড়েছে দুই কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সূচক। সারাদিনের লেনদেনে সার্বিক সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০, কমেছে ৮৩ এবং অপরিবর্তিত আছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি। এক দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে নয় দশমিক ৯৭ শতাংশ। নয় দশমিক ৯০ শতাংশ দাম হারিয়ে এভিন্স টেক্সটাইল লিমিটেড অবস্থান করছে তলানিতে।
ডিএসসিতে সামান্য সূচক বাড়ার পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৩ কোটি টাকা। এক দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি টাকা। তবে লেনদেন কমেছে সিএসইতে। এক দিনে সিএসইতে মোট তিন কোটি ৯৪ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল চার কোটি ২৩ লাখ টাকা।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা