০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ

- ছবি - ইন্টারনেট

ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো: আবুল কাশেম স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন। ১৪টি মামলার ভেতর একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং বাকি ১৩টি মামলার চার্জ শুনানি পর্যায়ে ছিল। এসব মামলার আসামি শেখ আব্দুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

আদালতের পেশকার রাজিব দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলাগুলো পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। এসব মামলার কোনোটিতেই শেখ আবদুল হাই আসামি ছিলেন না। তবে অভিযোগ ছিল, বেসিক ব্যাংকের মতো ভালো মানের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংককে কেলেঙ্কারিযুক্ত ব্যাংকে পরিণত করার হোতা ছিলেন শেখ আবদুল হাই।

এরপর সাত বছর তদন্ত শেষে ২০২৩ সালের জুনে ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এর মধ্যে ৫৮টিতে নাম আছে শেখ আবদুল হাইয়ের। অভিযোগপত্রভুক্ত আসামির তালিকায় আছেন ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী আহত বরিশালে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ বরগুনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় ১০৫ জনের নামে মামলা রূপগঞ্জে আগুনে পুড়লো ৯ দোকান স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার : টুকু দেশের মাটিতে প্রতিটি গণহত্যার বিচার করা হবে : জামায়াত আমির তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ বিএফআইই’র সাবেক প্রধান মাসুদসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ সাংবাদিক মাজহারের বাবা ছাত্তার সরকারের মৃত্যুবার্ষিকী পালন ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, জীবনবৃত্তান্ত আহ্বান

সকল