০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ

- ছবি - ইন্টারনেট

ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো: আবুল কাশেম স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন। ১৪টি মামলার ভেতর একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং বাকি ১৩টি মামলার চার্জ শুনানি পর্যায়ে ছিল। এসব মামলার আসামি শেখ আব্দুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

আদালতের পেশকার রাজিব দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলাগুলো পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। এসব মামলার কোনোটিতেই শেখ আবদুল হাই আসামি ছিলেন না। তবে অভিযোগ ছিল, বেসিক ব্যাংকের মতো ভালো মানের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংককে কেলেঙ্কারিযুক্ত ব্যাংকে পরিণত করার হোতা ছিলেন শেখ আবদুল হাই।

এরপর সাত বছর তদন্ত শেষে ২০২৩ সালের জুনে ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এর মধ্যে ৫৮টিতে নাম আছে শেখ আবদুল হাইয়ের। অভিযোগপত্রভুক্ত আসামির তালিকায় আছেন ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের

সকল