১৫ দিন বাড়তে পারে আয়কর রিটার্ন জমার সময়
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জানুয়ারি ২০২৫, ১১:০২
ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময় আরো ১৫ দিন বাড়তে পারে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়লে ব্যক্তিশ্রেণির করদাতা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে নির্দেশনা জারি হতে পারে বলে এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
ইতোপূর্বে দু’দফা সময় বাড়ানোর পর আগামীকাল ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। এর আগে গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দু’টি আদেশে দু’দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগস্ট মাসের পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে দু’দফায় সময় বাড়ানো হয়।
বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএন-ধারী রিটার্ন দেন।
এনবিআর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী অনলাইন রিটার্ন ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সকল সরকারি কর্মচারী, সারাদেশের সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা