২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

এডিবির সহায়তায় প্রথম ‘গ্রিন ডাটা সেন্টার’ স্থাপন করবে বাংলাদেশ

- ছবি : ইউএনবি

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশে প্রথম সবুজ ডাটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। প্রলল্পটি বাস্তবায়নে সহযোগিতা করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ লক্ষ্যে আজ সোমবার এডিবি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিসিএল এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ ঢাকায় পিপিপিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিপিপিএ’র মহাপরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন পিটিডির অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চট্টগ্রামে বিটিসিএলের মালিকানাধীন একটি অবকাঠামোতে অত্যাধুনিক ডাটা সেন্টারটি স্থাপন করা হবে এবং উচ্চ প্রাপ্যতা এবং পরিচালন সক্ষমতার মাপকাঠি নিশ্চিত করে আন্তর্জাতিক মানে নির্মিত হবে।

এটি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চলবে। বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণের সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক সমষ্টিগত পরিষেবা সরবরাহ করবে।

হোয়ে ইয়ুন জিয়ং বলেন, ‘এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ভিশন অর্জন, দেশের ডিজিটাল রূপান্তরে সহায়তা করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই অনুশীলনগুলোকে একীভূত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

প্রকল্পটি ইনফোটেক (তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ) খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং ডিজিটাল প্রযুক্তিতে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

পিপিপি মডেলে প্রকল্পটি বাস্তবায়নে শিগগিরই লেনদেন পরামর্শমূলক পরিষেবা (টিএএস) চুক্তি স্বাক্ষর হবে।

এডিবির টিএএস সহায়তার মধ্যে রয়েছে সম্ভাব্যতা যাচাই, প্রকল্প কাঠামো, দরপত্র এবং অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি, যা তথ্য ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement