২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সপ্তাহ ব্যবধানে সূচক বাড়লেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকখাত

- ছবি : ইউএনবি

এক সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। প্রধান সূচক বাড়লেও ইতিবাচক কোনো পরিবর্তন আসেনি ব্যাংক খাতে।

বাংলাদেশের প্রধান এই শেয়ারবাজারের সাপ্তাহিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচ কার্যদিবসে ব্যাংকখাতে শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ দু’টিই কমেছে।

তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের দাম কমেছে গড়ে প্রায় ৫ শতাংশ। দাম কমার পাশাপাশি গত সপ্তাহের তুলনায় লেনদেনের পরিমাণ আট শতাংশ কমেছে। এই খাতে শেয়ারের দাম কমায় আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারী এতদিন ব্যাংকখাতকে নিরাপদ বিনিয়োগ মনে করলেও গত কয়েক সপ্তাহের পতনে এই খাতের ওপর আর ভরসা রাখতে পারছেন না।

এক সপ্তাহের ব্যবধানে ব্যাংকখাতে লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। অন্যান্য ব্যাংকের শেয়ারের দাম কমার পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে এসআলম সংশ্লিষ্ট বেশিভাগ শেয়ারের দাম ছিল নিম্নমুখী।

ব্যাংকখাতের পাশাপাশি অর্থনৈতিক প্রতিষ্ঠানের শেয়ারেরও বেহাল দশা। এই সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে ২৯ দশমিক ৮৫ শতাংশ। খাতভিত্তিক লেনদেনে কাগজ, আবাসন, ওষুধ, সিমেন্ট এবং প্রকৌশল শিল্প নিজেদের ইতিবাচক ধারা বজায় রেখেছে।

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে গড় লেনদেন বেড়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে বাজারে গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৭৪ কোটি টাকা, যা পাঁচ কার্যদিবসে বেড়ে হয়েছে ৪১২ কোটি টাকা। ডলারের হিসাবে এক সপ্তাহে বাজারে লেনদেন বেড়েছে ১৪ মিলিয়ন ডলার।

সাপ্তাহিক লেনদেনে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দাম বাড়ার তালিকায় আছে ২০১ কোম্পানি। এছাড়া দাম কমেছে ১৫০ এবং অপরিবর্তিত আছে ৪৬ কোম্পানির। সপ্তাহ ব্যবধানে মার্কেট রিটার্ন এসেছে দশমিক ৩৫ শতাংশ। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ইউক্রেন চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত : ট্রাম্প উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করছেন : রিজভী ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পশ্চিম তীরের জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা ট্রাম্পের বিতাড়িত অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক দূষণের শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ মিরসরাইয়ে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট গুলি কেনো, আর কোন শব্দেই ঘুম ভাঙ্গেনি শহীদ রিয়াজের

সকল