পুঁজিবাজারে পতন, কমেছে সবকটি সূচক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারের সূচকের পতন হয়েছে। এক্সচেঞ্জ হাউস দু’টির প্রধান সূচক থেকে শুরু করে সবকটি সূচক কমেছে উল্লেখযোগ্য হারে।
আজ বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এছাড়া শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ এবং ব্লু-চিপ ডিএস-৩০ এর সূচক কমেছে ৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিভাগ কোম্পানির। ১০৫ কোম্পানির দাম বাড়লেও কমেছে ২০৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮৯ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩, কমছে ১১৯ এবং অপরিবর্তিত আছে ৪৬ কোম্পানির শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ২৯, কমেছে ৪৭ এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম।
‘জেডে’ দাম বেড়েছে ২৩, কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
নতুন চার কোম্পানি ‘এন’ ক্যাটাগরির সবকটি শেয়ারের দাম কমেছে। ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫, কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম। দু’টি করপোরেট বন্ডের মধ্যে একটির দাম কমেছে, আরেকটির বেড়েছে।
ব্লক মার্কেটে ২৯ কোম্পানির ২১ লাখ শেয়ার ৮ কোটি ৯৬ লাখ টাকায় বেচাকেনা হয়েছে।
খাতভিত্তিক শেয়ারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। এর মধ্যে দাম বেড়েছে ৭ এবং কমেছে ১০ ব্যাংকের শেয়ারের দাম। ব্যাংকখাতে দর বাড়ার শীর্ষে আছে মিডল্যান্ড ব্যাংক এবং দরপতনের শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক।
লেনদেন হওয়া খাতে টেক্সটাইলের দাম বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। এছাড়া ব্যাংক, সিমেন্ট এবং করপোরেট বন্ড খাতে দাম বেড়েছে। খাতভিত্তিক দরপতনে কাগজ শিল্প, আইটি খাত, আবাসন এবং টেলিযোগাযোগ খাতের শেয়ারের দাম কমেছে উল্লেখযোগ্য হারে।
আজ ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষে আছে মালেক স্পিনিং মিলস। এক দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে দরপতনে শীর্ষ কোম্পানি ওইমেক্স ইলেকট্রোডের দাম কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ।
একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৭ কোটি টাকা। লেনদেনের পাশাপাশি কমেছে শেয়ার বেচাকেনার পরিমাণও। ডিএসইতে মোট ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪১৩ কোটি টাকা।
একইভাবে পতনের ধারা বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ সিএসইর সার্বিক সূচক কমেছে ৬৯ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯, কমেছে ১০৪ এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে ২০ লাখ ২১ হাজার শেয়ার ১ হাজার ৮০২ বার হাতবদল হয়ে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
লভ্যাংশ বণ্টন
সপ্তাহের শেষ কার্যদিবসে মোট সাতটি কোম্পানি বিনিয়োগকারীদের পূর্বঘোষিত ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে। ২০২৩ সালের তুলনায় বেশিভাগ কোম্পানির দেয়া লভ্যাংশের পরিমাণ কমেছে।
এর মধ্যে এসিআই লিমিটেড বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যা ২০২৩ সালে ছিল ৪০ শতাংশ। আরেক কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি বিনিয়োগকারীদের ২০২৪ সালের হিসাবে ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যা ২০২৩ সালে ছিল ৮০ শতাংশ।
অন্যান্য কোম্পানির মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড ১০ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, সাইহাম কটন মিল এবং সাইহাম টেক্সটাইল ৫ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।
সূত্র : ইউএনবি