বন্ধ কারখানা খোলার দাবিতে বেক্সিমকোর সংবাদ সম্মেলন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:০১
ব্যাংকিং কার্যক্রম চালুর অনুমতি চেয়ে বন্ধ কারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্মীরা।
আজ বৃহস্পতিবার বেক্সিমকোর তৈরি পোশাক কারখানা ও টেক্সটাইল বিভাগের কর্মী ও প্রশাসনের প্রধান কর্মকর্তা সৈয়দ মো: ইনাম উল্লাহ এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে তাদের কারখানাগুলো খুলে দিয়ে ‘৪২ হাজার শ্রমিক-কর্মচারী ও ১০ লাখ মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার ব্যবস্থা’ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি প্রধানত তিনটি দাবির কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো -
১) অবিলম্বে লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর সকল কারখানা খুলে দিতে হবে।
২) রফতানি বাণিজ্য শুরু ও বিদেশ থেকে কার্যাদেশ প্রাপ্তির সুবিধার্থে বন্ধ রাখা ব্যাংকিং কার্যক্রম ও ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি অবিলম্বে দিতে হবে।
৩) কারখানা ও ব্যবসা চলমান রেখে সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায় দেনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা