২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির

- ছবি - ইন্টারনেট

উত্থান দিয়ে শুরু করলেও সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। দিন শেষে কমেছে তিনটি সূচকই, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ছয় পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস-৩০ কমেছে পাঁচ পয়েন্ট।

দিনের প্রথম ঘণ্টায় সূচক বেড়ে সর্বোচ্চ পাঁচ হাজার ২১২ পয়েন্ট থেকে দিনের শেষ ঘণ্টায় পাঁচ হাজার ১৭৭ পয়েন্টে নেমে এসেছে। লেনদেন অংশ নেয়া ৩৯৬ কোম্পানির ১২ কোটি ৬২ লাখ শেয়ার এক লাখ ৩৩ হাজার ৪১৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২, কমেছে ২৪৭ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।

‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৫৬, কমেছে ১২৯ এবং অপরিবর্তিত আছে ৩২ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ২০ কোম্পানির দাম বেড়েছে। দাম কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ছয় কোম্পানির শেয়ারের দাম।

‘জেড’ ক্যাটাগরিতে থাকা ৮৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ছয় কোম্পানির শেয়ারের দাম। নতুন ইস্যুকৃত শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে দাম বেড়েছে এক এবং কমেছে তিন কোম্পানির।

লেনদেন হওয়া ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে চার, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। ডিএসই তালিকাভুক্ত দু’টি কর্পোরেট বন্ডের দুটির দামই কমেছে।

এদিকে গতবছর তৃতীয় প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক শতাংশ করে লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করলেও মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোকে কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দেয়ার নির্দেশ দিয়েছে ডিএসইসি।

একইভাবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। নির্ধারিত লভ্যাংশ না দেয়ায় কোম্পানি দুটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দেয়ার নির্দেশ দিয়েছে ডিএসইসি। তবে কোম্পানি দু’টিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা পিএলসিকে বাজারে এক হাজার দুই শ’ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ-বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই ডাচ বাংলাকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট এক হাজার দুই শ’ বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতিটি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা।

বুধবার পুঁজিবাজারে দাম বৃদ্ধির শীর্ষে ছিল বঙ্গোজ লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা কোম্পানি রেনউইক জাজেন্সওয়্যারের শেয়ারপ্রতি দাম কমেছে প্রায় সাত শতাংশ।

ডিএসই'র ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ৪৮ লাখ ৪৬ হাজার শেয়ার ৮২ বার হাতবদল হয়ে মোট ৩৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে।

গত দিনের তুলনায় ডিএসইতে ৮৬ কোটি টাকা লেনদেন কমে মোট ৪১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

মূল সূচক কমলেও ডিএসই'র এসএমই খাতে বেড়েছে সূচকের পয়েন্ট। একদিনের লেনদেনে ডিএসএমইএক্সের সূচক বেড়েছে ১২ পয়েন্ট, যা গতদিনের তুলনায় এক দশমিক ১৩ শতাংশ বেশি।

সূচক বাড়ার পাশাপাশি এ খাতে লেনদেনও বেড়েছে প্রায় তিন কোটি। গতদিন নয় কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হলেও বুধবার লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ টাকা।

বুধবার চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেন শেষে সিএসসিএক্সের সূচক বেড়েছে পাঁচ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে ১০৩ কোম্পানিরই দাম কমেছে। দাম বেড়েছে ৬৬ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।

সূচক বাড়ার পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে ৯০ লাখ টাকা। মোট লেনদেন হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত

সকল