২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পল্লী বিদ্যুতের জন্য কেনা হচ্ছে ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম

স্টিল ক্রস আর্ম - ছবি : সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকা। এই স্টিল ক্রস আর্ম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষাপটে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকায় তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) প্রকল্পের আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দু’টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ (সামঞ্জস্যপূর্ণ) হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড থেকে ৭০ কোটি তিন লাখ ৩৭ হাজার ১৭৪ টাকায় তিন লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিভাগ। তার প্রেক্ষাপটে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

এ প্রকল্পটি ২০২২ সালের ১৪ জুন একনেক থেকে অনুমোদন দেয়া হয়। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল