২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন ৫০০ কোটি

- ছবি - ইন্টারনেট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সবকয়টি সূচকের পয়েন্ট বেড়েছে এবং লেনদেন হয়েছে প্রায় পাঁচ শ’ কোটি টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মধ্য দিয়ে। প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট থেকে বেড়ে পাঁচ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। তবে প্রথম ঘণ্টার পর থেকে কমতে শুরু করে সূচকের উত্থানের ধারা।

দিনের শুরুর ধারা বজায় রাখতে না পারলেও লেনদেন শেষে গত কার্যদিবসের তুলনায় ডিএসইএক্সের সূচক বেড়েছে পাঁচ পয়েন্ট। অন্য দুই ইনডেক্স শরিয়াভিত্তিক ডিএসইএসের সূচক এক পয়েন্ট এবং ব্লু চিপের সূচক বেড়েছে দুই পয়েন্ট।

লেনদেনে দাম বেড়েছে ১৬৫ কোম্পানির, কমেছে ১৫৬ এবং দাম অপরিবর্তিত আছে ৮০ কোম্পানির। লেনদেন হওয়া এ ক্যাটাগরির দাম বেড়েছে ৯০, কমেছে ৯০ এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।

বি ক্যাটাগরিতে দাম বেড়েছে ৪১, কমেছে ২৮ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম। জেডে ৩২ কোম্পানির দাম বাড়লেও কমেছে ৩৫ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।

এন ক্যাটাগরিতে নতুন তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে দুই এবং কমেছে তিন কোম্পানির। ৩৭ মিচুয়্যাল ফান্ডের মধ্যে ১৭ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বেড়েছে ১৫ এবং কমেছে পাঁচ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির মোট ১৯ লাখ ৬২ হাজার ৫৯৬ শেয়ার বেচাকেনা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্যমান ১৫ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

একদিনের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৭৩ কোটি টাকা। এক লাখ ৬৩ হাজার নয় শ’ শেয়ার এবং ইউনিট বেচাকেনা হয়েছে ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকায়।

নয় দশমিক ৮৫ শতাংশ দাম বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস।

এদিকে শেয়ারেপ্রতি ১০ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে আছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

লেনদেনের পাশাপাশি তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জুলাই প্রান্তিকে ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে। এর মধ্যে জিমিনি সি ফুড পিএলসি সাত দশমিক ৫০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেড এক শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি পাঁচ শতাংশ শেয়ারপ্রতি লভ্যাংশ দিয়েছে।

উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিএক্সের সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৪৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির। মোট লেনদেন হয়েছে চার কোটি ৫৫ লাখ টাকা, যা গতদিনের তুলনায় দুই কোটি টাকা বেশি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৬৬ সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা ফিলিস্তিনি সাবেক এমপির বর্ণনায় ইসরাইলি কারাগারের অমানবিক পরিস্থিতি দুই গ্রামের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কারে আল্টিমেটাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ পিলখানা হত্যাকাণ্ড : ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই পিএসএলে দল না পেয়ে হতাশ নন তাসকিন

সকল