২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বড় উত্থান পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির

বড় উত্থান পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির - ছবি : সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় উত্থান দেখল ঢাকার পুঁজিবাজার। লেনদেন শেষে প্রধান সূচকসহ তিনটি সূচকই বেড়েছে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট।

শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৫ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।

এদিন দাম বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ কোম্পানির। দাম বাড়ার তালিকায় আছে ২৪৮ কোম্পানি, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দামে।

দাম বেড়েছে প্রতিটি ক্যাটাগরির কোম্পানির। ‘এ’ ক্যাটাগরির ২০০ শেয়ারের মধ্যে ১২৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৪ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে ৬৫ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৫৪ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। ১৯ কোম্পানির শেয়ারের দামে আসেনি পরিবর্তন, দাম বেড়েছে ১২ এবং কমেছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।

সূচক বাড়ার পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৮ কোটি টাকা। আট কার্যদিবস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। আজ পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। দিনের শীর্ষ ১০ শেয়ারের মধ্যে ব্যাংক খাতে একমাত্র মিডল্যান্ডই জায়গা করে নিয়েছে। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। রোববার কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ২৫ টাকা থেকে একদিনের ব্যবধানে শেয়ার প্রতি দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা।

এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা বাকি কোম্পানি রানার অটোমোবাইল, জেএমআই হাসপাতাল, মুন্নু সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কোহিনূর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্টস এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে নির্দিষ্ট লভ্যাংশ দেয়ায় সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। সাত বছর পর ২০২৪ সালের হিসাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

অন্য আরেক কোম্পানি একমি ল্যাবরোটারিজ লিমিটেড গত বছর জুন প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। প্রতিষ্ঠানটি থেকে শেয়ার প্রতি বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ করে লভ্যাংশ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার পুঁজিবাজারের মতো সূচক বেড়েছে চট্টগ্রামেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্সের সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। সূচক বাড়লেও গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অভিষেকের দিনের সূচি প্রকাশ বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে : আইএসপিআর স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না : ইশরাক আলোচনার মাধ্যমে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী? ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মেয়াদ বেড়েছে ৬ সংস্কার কমিশনের সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা কলুষিত নির্বাচন, নির্বাচনী বিরোধ ও অপরাধ

সকল