ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৮
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এ বিষয়ে এক পরিপত্র জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে দাফতরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ব্যাংক-কোম্পানী আইন ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয় বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
পরিপত্রে আরো বলা হয়েছে, গত বছর ১১ জুন বিআরপিডি সার্কুলার লেটার নম্বর- ২৮ -এর মাধ্যমে ব্যাংক- কোম্পানীর অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সভা-সেমিনার, ওয়ার্কশপ এবং স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
তবে, কতিপয় ক্ষেত্রে ব্যাংকের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন বলে ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছিল।
রোববার জারি করা বিআরপিডি নতুন এই সার্কুলারের ফলে দাফতরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কর্মকর্তা-কর্মচারীগণ বহিঃবাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা