১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার

প্রতীকী ছবি - -- ইউএনবি

টানা পাঁচ কার্যদিবস পতনের পর অবশেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের দেখা মিলল ঢাকার পুঁজিবাজারে। রোববার (১৯ জানুয়ারি) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেড়েছে শরীয়াভিত্তিক এবং বাছাইকৃত ব্লুচিপের সূচকও। শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট এবং ব্লুচিপ ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট।

লেনদেনে দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির। সারাদিন লেনদেন শেষে দাম বৃদ্ধির তালিকায় ছিল ১৭২ কোম্পানি। দাম কমেছে ১৬০ এবং অপরিবর্তিত ছিল ৬৪ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া ২১৭ ‘এ’ ক্যাটাগরির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৬৫, অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরির ৮৯ শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩০, কমেছে ৪৬ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সূচক বাড়লেও ‘জেড’ ক্যাটাগরির বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।

রোববার ডিএসইতে বেশির ভাগ মিচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম অপরিবর্তিত ছিল ১৮, বেড়েছে ৬ এবং কমেছে ১৩ কোম্পানির।

এদিকে ‘জেড’ ক্যাটাগরি হওয়ার পরেও প্রায়শই লেনদেনের তালিকায় শীর্ষে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম বৃদ্ধির ব্যাখ্যা চেয়েছে ডিএসই। গত চার মাসের ব্যবধানে কোম্পানিটির ৭ টাকায় বিক্রি হওয়া প্রতিটি শেয়ারের দাম বেড়ে হয়েছে ৫৯ টাকা।

জবাবে কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি গোপন করে বাজারে কোনো গুজব ছড়াচ্ছেন না তারা। দাম যা বাড়ছে; তা বাজারে লেনদেনের কারণেই বাড়ছে।

গত দিনের তুলনায় সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ৩৬৩ কোটি টাকার লেনদেন ৫ কোটি টাকা বেড়ে হয়েছে ৩৬৮ কোটি টাকা।

ডিএসইতে সবকটি সূচক বাড়লেও সূচক কমেছে এসএমই খাতের শেয়ারে। লেনদেন শেষে এসএমইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট। এ খাতে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৮ কোটি ৬২ লাখ টাকা।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসসিএক্সের সূচক বেড়েছে ৬ পয়েন্ট এবং মোট লেনদেন হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা।

লেনদেন শেষে সিএসইতে দাম বেড়েছে ৮৫, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায়

সকল