প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের উত্থান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৩
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচকের সামান্য উত্থান হয়েছে।
রোববার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট বাড়লেও ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৮৩ কোম্পানির শেয়ারের দাম।
শেয়ার লেনদেনে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড তাদের প্রাইস লিমিট তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি কোম্পানিটি জানিয়েছে, গতবছর জুলাই প্রান্তিকে তারা বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না। বিনিয়োগের আলাদা লভ্যাংশ না দিলেও শেয়ারপ্রতি অর্জনের (ইপিএস) মূল্য ৫ টাকা ১ পয়সা হবে বলে প্রকাশ করেছে কোম্পানিটি।
এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭, কমেছে ১৯ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২ লাখ ২৯ হাজার টাকা।
সূত্র : ইউএনবি