সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৫
সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির। এছাড়া দামের পাশাপাশি বেড়েছে প্রধান সূচকও।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ১৯৬ কোম্পানির, কমেছে ৭৮ এবং দাম অপরিবর্তিত আছে ৭৯ কোম্পানির।
প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট, শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১ পয়েন্ট। তবে সূচক কমেছে ব্লুচিপ শেয়ারের। ডিএস-৩০ এর সূচক কমেছে ২ পয়েন্ট।
প্রথম ঘন্টায় ৩ লাখ ৩২ হাজার ৮৯ শেয়ার ৩ কোটি ৮৫ লাখ হাতবদল হয়ে মোট ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের পাশাপাশি দিনের শুরুতেই সি ও এ টেক্সটাইল কোম্পানিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে।
প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। সিএসসিএক্সের সূচক বেড়েছে ৮ পয়েন্ট। দাম বেড়েছে ৩৩ কোম্পানির, কমেছে ২৯ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা