উত্থানে শুরু হলেও শেষমেশ আবারো পতন পুঁজিবাজারে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
দিনের প্রথম ঘণ্টায় উত্থান দিয়ে শুরু হলেও পতন ঠেকানো গেল না ঢাকার পুঁজিবাজারে। লেনদেন শেষে আগের দিনের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইসিএক্স কমেছে ১ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় প্রধান সূচক বেড়ে ৫ হাজার ১৯১ পয়েন্ট উঠলেও দিন শেষে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৫০ পয়েন্ট।
সূচক কমেছে ব্লুচিপ শেয়ারেও। ডিএস-৩০-এর সূচক কমেছে এক পয়েন্ট। তিনটি সূচকের মধ্যে সামান্য বেড়েছে শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের। এক পয়েন্ট বেড়ে ডিএসইএসের সূচক হয়েছে এক হাজার ৯০৪ পয়েন্ট।
আজ সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এদিন এক লাখ ২৯ হাজার শেয়ার ১৩ কোটি ৫০ লাখ হাতবদল হয়ে মোট ৩৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সোমবারের তুলনায় ৪৬ কোটি টাকা কম।
সূচক কমলেও দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৩১টির। এদিকে দাম অপরিবর্তিত আছে ৮৪টি কোম্পানির।
এদিকে ডিএসইর এসএমই খাতের শেয়ারেও অব্যাহত আছে পতনের ধারা। দিন শেষে এসএমই ইনডেক্সের সূচক কমেছে ১০ পয়েন্ট। সূচক কমলেও সোমবারের তুলনায় দুই কোটি টাকা বেড়ে মোট ছয় কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।
একইভাবে পতনের ধারা অব্যাহত আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্সের সূচক কমেছে নয় পয়েন্ট। লেনদেন শেষে মোট দাম কমেছে ৭২টি কোম্পানির, বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা