১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাজার থেকে বিনিয়োগ সংগ্রহের অনুমতি হারালো দুয়ার সার্ভিস

বাজার থেকে বিনিয়োগ সংগ্রহের অনুমতি হারালো দুয়ার সার্ভিস - ছবি : সংগৃহীত

আইটি কোম্পানি দুয়ার সার্ভিস পিএলসিকে বাজার থেকে পাঁচ কোটি টাকার বিনিয়োগ সংগ্রহের অনুমতি ও তারিখ ধার্য করে দেয়া হলেও সবশেষ সভায় সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির ৯৩৯তম সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের থেকে বাজারে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহের কোয়ালিফাইড ইনভেস্টর অফার সাবস্ক্রিপশন বাতিল করা হয়।

এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুয়ার সার্ভিসকে নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। ৫ ডিসেম্বর কোম্পানিটিকে পুঁজি সংগ্রহের জন্য বাজারে শেয়ার ছাড়ার সম্মতি পত্র দেয়া হলেও আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন। কোম্পানিটি ঘিরে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তা যাচাইয়ে বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গেল বছর এপ্রিলে কোম্পানিটি বাজার থেকে বিনিয়োগের অনুমতি চেয়ে কমিশনে আবেদন করে। পরবর্তীতে তৎকালীন শিবলি কমিশন শর্তসাপেক্ষে কোম্পানিটির নামে অভিপ্রায় পত্র (লেটার অব ইনটেন্ট) ইস্যু করার সিদ্ধান্ত নেয়।

পরে ১৯ জানুয়ারি কোম্পানিটি বাজারে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়। কমিশনকে কোম্পানিটি জানায়, উত্তোলিত অর্থ কোম্পানিটির দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডি-কুরিয়ার, কল সেন্টার ও ট্র্যাকিং সিস্টেম ও এআই সফটওয়্যার- এমন সব পণ্যের সেবা মান উন্নয়নে ব্যয় করা হবে।

কিন্তু সম্প্রতি কোম্পানিটির সাথে বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement