১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

লেনদেন শুরু উত্থান দিয়ে, বেড়েছে সবকটি সূচক

- ছবি : সংগৃহীত

টানা দুই দিন পতনের পর ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দিনের লেনদেনের শুরুতেই বেড়েছে তিনটি সূচকের পয়েন্ট।

আজ মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট।

বাছাইকৃত ব্লুচিপ শেয়ারের সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়েছে।

প্রথম ধাপে ৩৩ হাজার ৪২৪টি শেয়ার ৪ কোটি ২০ লাখ ৩০ হাজার বার হাতবদল হয়ে মোট ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

দিনের শুরুতে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। দাম বেড়েছে ২৯১টি কোম্পানির, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।

এদিকে গত কয়েকদিনের মতো আজও দু’টি কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য হারে কেনাবেচা হচ্ছে। এর মধ্যে খুলনা প্রিন্টিং এবং প্যাকেজিং কোম্পানি কয়েক বছর ধরে বন্ধ থাকার পরেও কয়েকদিনে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির চাহিদা বেড়েছে কয়েকগুণ।

বিনিয়োগকারীরা বলছেন, আপাতত লোকসানের পুঁজি সামাল দিতে ঝুঁকি নিয়ে তারা এ শেয়ারে অর্থলগ্নি করছেন।

আরেক কোম্পানি খান ব্রাদার্স উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

এ ব্যাপারে ডিএসইর পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করায় কোম্পানিটি জানিয়েছে, তারা তথ্য গোপন করে মূল্যে হস্তক্ষেপ করছেন না। দামের ওঠানামা নিয়ন্ত্রণ হচ্ছে বাজার থেকে।

তবে ঝুঁকিপূর্ণ হলেও দিনের প্রথম ঘণ্টার লেনদেনের লভ্যাংশ না দেয়া বা নূন্যতম লভ্যাংশ দেয়া শেয়ারেই বিনিয়োগকারীদের আগ্রহ ছিল তুঙ্গে।

ডিএসইর মতোই প্রথম ঘণ্টায় সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে চট্টগ্রামের বাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

লেনদেন হওয়া ৬০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩টির।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement