সোয়াচ অফ নো-গ্রাউন্ডের ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৬
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ‘সোয়াচ অব নো-গ্রাউন্ড’ সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।
এই পরিকল্পনার মাধ্যমে ডলফিন, তিমি, হাঙর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কাছিমসহ বিপন্ন সামুদ্রিক প্রাণী এবং এদের বাসস্থান রক্ষা করা হবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার ‘সোয়াচ অব নো–গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া’র সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করতে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা জানান, এই পরিকল্পনা টেকসই মৎস্য আহরণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং সুনীল অর্থনীতির বিকাশে সহায়ক হবে।
উপদেষ্টা বলেন, পরিকল্পনায় মাছের প্রজনন ও পোনা লালন-পালনের এলাকা, সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এবং টেকসই মৎস্য আহরণ এলাকা তিনটি এলাকা চিহ্নিত করা হয়েছে।
এছাড়া সংরক্ষিত এলাকার পরিধি ১ হাজার ৭৩৮ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৬ হাজার ৮৬৬ বর্গকিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
সূত্র : বিবিসি