এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪০
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষাপটে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এম/এস এক্সিলারেট এনার্জি এলপি থেকে প্রায় ৭৫২ কোটি ৫০ লাখ টাকায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজি-এর মূল্য হবে ১৫ দশমিক ৬৯ মার্কিন ডলার।
খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষাপটে সরকার ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ২৭৫ কোটি ৩০ লাখ টাকায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে। প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৪৫৮ দশমিক ৮৪ মার্কিন ডলার।
এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সূত্র : বাসস