০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ঢাকার ব্যবসায়ীদের যে পরামর্শ দিলেন ব্রিটিশ এমপি রূপা হক

ইউকেবিসিসিআই’র অনুষ্ঠানে রূপা হক - ছবি : বিবিসি

বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের সদস্য রূপা হক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউকেবিসিসিআই’র অনুষ্ঠানে রূপা হক বলেন, অর্থনীতিকে সমৃদ্ধ করতে শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের মতো খাতে একসাথে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রশংসা করে এই ব্রিটিশ এমপি বলেন, এমন ‘বিপ্লবের’ পর পরিস্থিতি আরো খারাপ হতে পারতো, আরো অরাজকতা হতে পারতো। মুহাম্মদ ইউনূসের মতো নেতৃত্বের জন্য তা হয়নি।

বাংলাদেশের অগ্রগতির সাথে শ্রমিকদের স্বার্থও যেন রক্ষিত হয়, সেই তাগিদ দেন রূপা হক।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন প্রয়োজন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement