ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার কার্যদিবস শুরুর প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
ডিএসইর তিনটি সূচক ডিএসইএক্স, ডিএসইএস এবং ডিএস৩০ সপ্তাহের প্রথম সময়ে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
ডিএসইএস শরিয়াহ সূচক ২৮ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ দশমিক ২৫ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭০ দশমিক ৩৫ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস৩০ ব্লু-চিপ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৭ দশমিক ৩৭ পয়েন্টে।
এই সময়ের মধ্যে লেনদেন কার্যক্রম শক্তিশালী ছিল। ৪৩ হাজার ৫৩৯টি লেনদেনের মাধ্যমে মোট ৬ কোটি ৩৪ লাখ শেয়ার এবং ইউনিট বিনিময় হয়েছিল। বিনিময় করা অর্থের পরিমাণ ছিল ১৪৩ কোটি ১ লাখ টাকা, যা শুরুর সময়ে শক্তিশালী বিক্রয় চাপের ইঙ্গিত দেয়।
এদিন মোট ৩৭১টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩৯৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা