১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা
- বিশেষ সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী এক শ’ অর্থনৈতিক অঞ্চল নয়, বরং ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ করার পরিকল্পনার রয়েছে। তবে শুরুতে ৫টিতে বেশি গুরুত্ব দেয়া হবে। আগামী ১-২ বছরে এর বাইরে কাজ করবে না বেজা।
তিনি জানান, আগামী ২০২৬ সালের মধ্যে আরো ১৩৩টি বিনিয়োগকারীর মাধ্যমে সাড়ে পাঁচ শ’ কোটি ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বেজা অডিটরিয়ামে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এসব তথ্য জানান।
নির্বাহী চেয়ারম্যান বলেন, এক শ’টি ইজেড বন্ধ বা বাতিল করার কোনো পরিকল্পনা নেই। আমরা অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করছি।
তিনি বলেন, বর্তমানে ১৯টি উন্নয়নরত, ১২২টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এ পর্যন্ত সাত হাজার দুই শ’ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ৪৫ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ৮৩টি বিনিয়োগকারী ছাড়া বাইরের সবচেয়ে বেশি চীনের, ১১টি। এরপর জাপান ছয়টি ও যুক্তরাজ্যের চারটি। এছাড়াও নয়টি দেশের বিনিয়োগকারী রয়েছে।
বিনিয়োগকারীদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নীতিমালার দফায় দফায় পরিবর্তন, সরকারি সেবার মান কম, মিরসরাই জোনে পানির সমস্যা, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। মিরসরাইয়ে শ্রমিক সঙ্কট রয়েছে। কারণ সেখানে আবাসনের সমস্যা।
তিনি বলেন, এক শ’ ইকনোমিক জোন এখন দরকার আছে কি না সন্দেহ। পাশাপাশি সরকারের ক্ষমতাও আছে কি না সেটাও দেখতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা