০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা

- ছবি - নয়া দিগন্ত

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী এক শ’ অর্থনৈতিক অঞ্চল নয়, বরং ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ করার পরিকল্পনার রয়েছে। তবে শুরুতে ৫টিতে বেশি গুরুত্ব দেয়া হবে। আগামী ১-২ বছরে এর বাইরে কাজ করবে না বেজা।

তিনি জানান, আগামী ২০২৬ সালের মধ্যে আরো ১৩৩টি বিনিয়োগকারীর মাধ্যমে সাড়ে পাঁচ শ’ কোটি ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বেজা অডিটরিয়ামে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এসব তথ্য জানান।

নির্বাহী চেয়ারম্যান বলেন, এক শ’টি ইজেড বন্ধ বা বাতিল করার কোনো পরিকল্পনা নেই। আমরা অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করছি।

তিনি বলেন, বর্তমানে ১৯টি উন্নয়নরত, ১২২টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এ পর্যন্ত সাত হাজার দুই শ’ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ৪৫ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ৮৩টি বিনিয়োগকারী ছাড়া বাইরের সবচেয়ে বেশি চীনের, ১১টি। এরপর জাপান ছয়টি ও যুক্তরাজ্যের চারটি। এছাড়াও নয়টি দেশের বিনিয়োগকারী রয়েছে।

বিনিয়োগকারীদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নীতিমালার দফায় দফায় পরিবর্তন, সরকারি সেবার মান কম, মিরসরাই জোনে পানির সমস্যা, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। মিরসরাইয়ে শ্রমিক সঙ্কট রয়েছে। কারণ সেখানে আবাসনের সমস্যা।

তিনি বলেন, এক শ’ ইকনোমিক জোন এখন দরকার আছে কি না সন্দেহ। পাশাপাশি সরকারের ক্ষমতাও আছে কি না সেটাও দেখতে হবে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধাপরাধের দায়ে ব্লিঙ্কেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হামাস মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ গফরগাঁওয়ে বেকু ও জুয়ার সরঞ্জামসহ নৌকা জব্দ বিগত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা ইজতেমা মাঠে সঙ্ঘর্ষ : সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের আগাম জামিন ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি আড়াইহাজারে বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লার স্মরণে দোয়া মাহফিল লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

সকল