০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ উদ্যোক্তারা, চান সহায়ক পরিবেশ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ উদ্যোক্তারা, চান সহায়ক পরিবেশ - ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্যাবসায়ীরা। এজন্য তারা সহায়ক পরিবেশ চান। কারণ যেকোনো দেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের জন্য ডুয়িং বিজনেস (সহজে ব্যবসা করার সূচক) রিপোর্টে উন্নতি, সুশাসন, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন জরুরি।

শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার সাথে এক বৈঠককালে এসব দাবি করেছে ঢাকায় সফররত ব্রিটিশ ব্যাবসায়িক প্রতিনিধি দল।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসাসহ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি নিয়ে কথা বলেন তারা।

যুক্তরাজ্যভিত্তিক ব্যাবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী এ সফরের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ।

অন্যান্যের মধ্যে রয়েছেন- ব্রিটিশ সংসদ সদস্য ড. রুপা হক, ইউকেবিসিসিআইয়ের সভাপতি এমজি মৌলা মিঞা, প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ, মিডল্যান্ড অঞ্চলের সভাপতি ইমাম উদ্দিন আহমেদ, সদস্য আবু সুফিয়ান রনি, ফখরুল ইসলাম চৌধুরী ও এম এ কাদির।

এছাড়াও রয়েছেন ব্যাংক অব এশিয়ার পরিচালক আশরাফুল হক চৌধুরী, সুরি ইউনির্ভাসিটির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ওয়াইউ জিয়ং, স্পিনর টেক লিমিটেডের প্রধান কর্মকর্তা কেন সু ও পরিচালক ইভা ঝাং, ম্যাট ট্যাম, গিনি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিন্দ্র জাং লামিছানি প্রমুখ।

বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে সভায় বিডার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে ছিলেন ব্যাবস্থাপনা পরিচালক গাজী একেএম ফজলুল হক, সেক্রেটারি ড. দেওয়ান চৌধুরী প্রমুখ।

বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবা সম্মেলনে রুপা হক জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এজন্য তারা বিনিয়োগ-সহায়ক পরিবেশ চান।

তিনি বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসাথে কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমরা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

ব্রিটিশ সরকারের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে। এর মধ্যে অনেকেই বাংলাদেশে তাদের ব্যবসা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ জানান, এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বৃটিশ বিনিয়োগ বৃদ্ধি করা। এ সফরের মাধ্যমে আপতত কৃষি, ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ আসবে।

সভাপতি এমজি মৌলা মিঞা জানান, এরপরে আরো বিনিয়োগ আসবে। এটি প্রাথমিক পর্যায়। তবে বিশ্বব্যাপী এআইয়ের ব্যাবহার বৃদ্ধি পাওয়ায় এই সেক্টরের দিকে বেশি আগ্রহ রয়েছে বৃটিশ ব্যাবসায়ীদের।

এ বছরের শেষ নাগাদ এ সফরের বিনিয়োগ অসতে যাচ্ছে বলেও তিনি জানান।

ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করতে ইচ্ছুক ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান এমজি মৌলা মিঞা।

প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ জানান, এ সফরের মাধ্যমে প্রায় এক হাজার মিলিয়ন ডলার বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
স্যাকমোদের ইতিহাস, অতীত থেকে বর্তমান : ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা যৌক্তিক? মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরাল অভিযানের সিদ্ধান্ত বিআইআইএফ’র হিউম্যান ক্যাপিট্যাল ফর ফিনান্সিয়াল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করল বিডা ফেনীতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

সকল