০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

রাজধানীতে ২০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি হবে

আগামী ১২ জানুয়ারি থেকে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি হবে - ছবি : বাসস

স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে রাজধানীর ১০০ পয়েন্টে এ কার্যক্রম সম্প্রসারণ করবে তারা।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পোল্ট্রি শিল্পের সমস্যা সঙ্কট ও সমাধানের জন্য পোল্ট্রি বোর্ড গঠন করে, বিপিএ- এর ১০ দফা দাবি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ-এর সভাপতি সুমন হাওলাদার।

সুমন হাওলাদার বলেন, ‘আসন্ন রমজান মাস উপলক্ষে ডিম এবং মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এবং বাজারে সঠিক দাম নিশ্চিত করার উদ্দেশ্যে বিপিএ এ উদ্যোগ নিয়েছে। বিপিএ-এর এ সাপ্লাই চেইনে যুক্ত থাকবে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্মার্ট শিক্ষার্থী এবং কৃষিখাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহীরাও যুক্ত থাকবে। তাদের দক্ষতা এবং উদ্যমের মাধ্যমে এ উদ্যোগটি আরো কার্যকরী হবে, যা দেশের কৃষিখাতের উন্নতি এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নকে ত্বরান্বিত করবে।’

তিনি বলেন, ‘বর্তমানে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির ৮০ শতাংশ উৎপাদন নিশ্চিত করে। আর সেখানে করপোরেট গ্রুপের উৎপাদন করে মাত্র ২০ শতাংশ।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিপিএ সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক মো: ইলিয়াস খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন, দফতর সম্পাদক মো: মেজবাউল হক প্রমুখ।

এছাড়াও, সম্মেলনে বিপিএ কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে ডিম-মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরাল অভিযানের সিদ্ধান্ত বিআইআইএফ’র হিউম্যান ক্যাপিট্যাল ফর ফিনান্সিয়াল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করল বিডা ফেনীতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ : নাহিদ

সকল