০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিনিময় হার স্থিতিশীল করতে পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক

-

ডলারের চাহিদা বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে সৃষ্ট অস্থিরতার মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানমূলক ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা বলেন, পরিস্থিতি স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

বিনিময় হার নির্ধারণ :
রেমিট্যান্স আহরণে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ১২৩ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রস-কারেন্সি লেনদেনের জন্য, গণনা করা হার এই সীমা অতিক্রম করতে পারবে না।

ডাটা মনিটরিং সিস্টেম :
বৃহত্তর স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করে বাজারের তথ্য নিবিড়ভাবে নিরীক্ষণের জন্য একটি ড্যাশবোর্ড চালু করা হয়েছে।

বর্তমান সঙ্কট দূর করা এবং ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের লক্ষ্য।

কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংক চলমান ডলারের বাজারে অস্থিরতার জন্য বেশ কয়েকটি আন্তঃসম্পর্কিত কারণকে চিহ্নিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এর একটি বড় কারণ হলো অর্থ বছর শেষে ডলারের চাহিদা বেড়ে যাওয়া। ডিসেম্বরে প্রায়ই ঋণ পরিশোধ এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বৃদ্ধি পায়, যা বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

আইএমএফ-এর নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ডলার বিক্রির স্থগিতাদেশ এটিকে আরো জটিল করে তুলেছে। এ সিদ্ধান্তের ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ সীমিত হয়েছে। এতেই চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান আরো বেড়েছে।

এছাড়া বাংলাদেশের ক্রেডিট রেটিং নিম্নমানের হওয়ায় বিদেশী ব্যাংকগুলোর সাথে ব্যাংকিং পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের অবনতি হয়েছে। এটি ইউপিএএস (ইউসেন্স পেয়েবল অ্যাট সাইট) ক্রেডিট লেটার ইস্যু করা, পেমেন্টের পরিপক্কতা স্থগিত করা এবং অফশোর ব্যাংকিং ঋণের প্রবাহ বজায় রাখাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

ডিসেম্বরের মধ্যে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা আরোপের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি এ অবস্থার আরো অবনতি হয়েছে।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো রেমিট্যান্স আহরণে উপভোক্তাদের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা। তাদের একচেটিয়া চর্চা বিনিময় হারকে অস্থিতিশীল করে তুলেছে, যা চলমান অস্থিরতার জন্য দায়ী।

বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার প্রবাহ ও বহিঃপ্রবাহের অসামঞ্জস্যতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যা ডলারের বাজারে অস্থিতিশীলতা আরো বাড়িয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বিএসএমএমইউতে রোগীদের অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা জোরদারে সভা অনুষ্ঠিত চলনবিলে ২ লাখ টন সরিষা উৎপাদনের আশা এমিরেটসের নতুনতম এয়ারবাস এ৩৫০ এর প্রথম গন্তব্য এডিনবার্গ মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১৩৮ অভিবাসী আটক শ্রমজীবী মানুষ হচ্ছে দেশ গড়ার কারিগর ঘোড়াঘাটে ২৩৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র দিলেন ডা: জাহিদ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ১২ বছরে পদার্পণ করেছে তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন ঢাবিতে অপরাজেয় ৯৮-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

সকল