পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০, আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০
ন্যাশনাল ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, পাঁচ দিন ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে। ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে ব্যাংকের কার্যক্রম।
ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে এ সময়ের মধ্যে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা