১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলসি সংক্রান্ত সব বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করা হবে : গভর্নর

এলসি সংক্রান্ত সব বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করা হবে : গভর্নর - ছবি : সংগৃহীত

লেটার অফ ক্রেডিট (এলসি) সংক্রান্ত সমস্ত বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকেররর গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘আমরা ব্যাংকগুলোকে বলেছি, আপনারা যেহেতু এটি খুলেছেন, আপনাদেরই এটি নিষ্পত্তি করতে হবে। ব্যাংগুলো তাদের গ্রাহকদের ওপর দোষ চাপাতে পারে, কিন্তু একটি নিয়ন্ত্রক হিসাবে তারা এটি খুলেছে এবং তাদের অবশ্যই এটি নিষ্পত্তি করতে হবে। আমরা এটিকে শূন্যে নামিয়ে আনতে চাই এবং আশা করছি আমরা এক মাসের মধ্যে এটি করতে সক্ষম হব।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি তার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক সাক্ষাৎকারে বাসসকে এ কথা বলেন।

মনসুর বলেন, আর্থিক, শ্রম, বাণিজ্য ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

তিনি বলেন, ‘আর্থিক খাত এবং শ্রম ও রাজনৈতিক অস্থিরতা- এ দুটি প্রধান কারণে বাণিজ্য প্রভাবিত হয়েছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি, এই দুটি ফ্রন্টে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা বকেয়া ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার শোধ করেছি। এখন আমরা এটিকে ৩০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনতে সক্ষম হয়েছি (১১ ডিসেম্বর পর্যন্ত)।’

এই ৩০০ মিলিয়ন ডলার মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, এই ঋণপত্রগুলো খোলার জন্য দায়ী ব্যক্তি কারা সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ব্যাংকের সাথে কথা বলছে।

গভর্নর আরো বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা গেছে এস আলম বা বেক্সিমকো গ্রুপের মতো রাজনৈতিকভাবে ক্ষমতাবান ব্যক্তিদেরর প্রভাবে এগুলো খোলা হয়েছে।’

ড. মনসুর বলেন, ‘তবে ভালো কথা হল, রেমিটেন্স প্রবাহের কারণে আমাদের চলতি হিসাবের ঘাটতি কমেছে।... গত পাঁচ মাসে দেশে রেমিটেন্স ২৬ শতাংশের বেশি বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘অস্থিরতা সত্ত্বেও, আমাদের রফতানি বর্তমানে ১৫ শতাংশের বেশি। এটি আমাদের বকেয়া কমাতে সক্ষম করছে। এটা আন্তর্জাতিক ঋণদাতা ব্যাংকগুলোর সাথে অন্যান্য সমস্যা সমাধানে আমাদের সাহায্য করবে, যা আমাদের রফতানি ও আমদানির গ্যারান্টি দিয়ে থাকে।’

তিনি বলেন, ‘আমরা এলসি খুলতে গুরুতর সমস্যার সম্মুখীন হই। এজপোজার সীমা কমিয়ে ফেলায় অনেক ব্যাংক আমাদের ফিরিয়ে দিচ্ছে। তাই আমরা এটাকে পুরনো সীমায় ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি। কিন্তু আমাদের আমদানির পরিমাণ বেড়েছে। এলসি খোলার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম খাদ্যকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া দরকার : পানিসম্পদ উপদেষ্টা গণগত্যাসহ ১২ মামলার আসামি আ’লীগ নেতা সফিক ও তার স্ত্রী গ্রেফতার খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত গারনাচোর হাতে উঠল ফিফার পুসকাস অ্যাওয়ার্ড যশোরে ইছামতির পাশ থেকে আরো ১ যুবকের লাশ উদ্ধার মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না : বদিউল আলম

সকল