০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

বাজারে এলো নতুন ‘প্যারাসুট ন্যাচারালে’ এগ শাইন শ্যাম্পু

বাজারে এলো নতুন ‘প্যারাসুট ন্যাচারালে’ এগ শাইন শ্যাম্পু - সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড সম্প্রতি তাদের স্বনামধন্য ব্র্যান্ড ‘প্যারাসুট ন্যাচারালে’-এর অধীনে তাদের নতুন আকর্ষণীয় ভ্যারিয়েন্ট ‘প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’ বাজারে নিয়ে এসেছে। এতে আছে নানা প্রাকৃতিক উপাদানের গুণাবলী। এগ প্রোটিনও কোকোনাট মিল্ক প্রোটিনের মতো প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই শ্যাম্পু দেবে নজরকাড়া ও উজ্জ্বল চুল।

প্যারাবেন মুক্ত ও ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ‘প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’ চুলকে করে আরও মজবুত ও সুন্দর। এর এগ প্রোটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়, আর কোকোনাট মিল্ক প্রোটিন চুলকে গোঁড়া থেকে মজবুত করে। যা ব্যবহার করে ক্রেতারা সহজেই নানাবিধ প্রাকৃতিক উপাদানের গুণাগুন পাবেন।

চুলের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক হওয়ায় ডিমচুলের যত্নের নানা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য একটি উপাদান হিসেবে বেশ পরিচিত। তাই তীব্রগন্ধ থাকা সত্ত্বেও চুলের যত্নের একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে দেশের নারীদের মাঝে এটি বেশ জনপ্রিয়। চুলের যত্নে ডিম ব্যবহার নিয়ে নারীদের এই সমস্যাকে উপলব্ধি করে প্যারাসুটন্যাচারালে এগ শাইন শ্যাম্পু এনেছে নির্ভরযোগ্য সমাধান যা ব্যবহারে ফুলের মিষ্টি সুবাসের সাথে ডিমের গুণাগুন পাবে ক্রেতারা। এভাবে এটি তাদের হেয়ার কেয়ার রুটিনকে করে তুলবে আরো অভিনব ও আধুনিক।

এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, ‘গত চার বছরে প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতি আস্থা রাখায় আমাদের ভোক্তাদের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্যারাসুট ন্যাচারালে ভোক্তাদের প্রয়োজন ও চাহিদা উপলব্ধি করে ভোক্তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট থাকে। আর সেই সঙ্গে বরাবরই সুলভ সমাধান নিয়ে আসতে চেষ্টা করে। সেই জায়গা থেকেই ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু নিয়ে এসেছি। ভোক্তারা আমাদের এই নতুন উদ্ভাবনকেও সাদরে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।

প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’র ১৭০ মি.লি. বোতল এখন ১৪০ টাকা, ৩৩০ মি.লি. বোতল এখন ২৬৫ টাকা এবং ৫.২৫ মি.লি. স্যাশে মাত্র ২ টাকায় দেশের সব সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর, গ্রোসারি স্টোর, কসমেটিক স্টোর, মডার্ন ট্রেড এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নতুন এই পণ্যটির উদ্বোধনকে ঘিরে ভোক্তাদের মাঝে সাড়া ফেলতে দেশব্যাপী বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে বিভিন্ন ক্যাম্পেইন চলছে।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল