০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কম্পিউটার সোসাইটি ও প্রাইম্যাক্সের মধ্যে সমঝোতা স্মারকে সই

কম্পিউটার সোসাইটি ও প্রাইম্যাক্সের মধ্যে সমঝোতা স্মারকে সই - ছবি : সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের মধ্যে শনিবার একটি সমঝোতা স্মারকে সই হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষে ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) জয়নাল আবেদিন এবং আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক কাজী আশিকুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড দীর্ঘ ২৫ বছর ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নিয়োজিত পেশাজীবীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে অ পেশাজীবী প্রশিক্ষণ দিয়ে আসছে।
এ সমঝোতা চুক্তির মাধ্যমে আইবিসিএস প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে পেশাজীবী প্রশিক্ষণের উপর সেরা কর্পোরেট অফারের আওতায় নিয়ে এসেছে।

আজকের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জেনারেল এলিন ববী, জয়েন্টসেক্রেটারি (ফাইন্যান্স) জারাফাত ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান, কাউন্সিলর প্রকৌশলী মোঃ ওয়াহিদ মুরাদ, মুহাম্মদ ওমর সিদ্দিক, বায়েজীদ হাসান ভূঁঞা, মোঃমানিরুল ইসলাম, প্রকৌশলী এস. এম. পারভেজ রানা, মোঃ তানভিদুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement

সকল