২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক

- ছবি : ইউএনবি

নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তার ক্ষেত্র সম্প্রসারণের অংশ হিসেবে এবার চলমান ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় ঢাকা শহর ও এর আশপাশের এলাকার পোশাককর্মী পরিবারগুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে ১০ লাখ পোশাকশ্রমিক পরিবারকে ওএমএস কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। এর ফলে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির মতো প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে তারা। ধীরে ধীরে অন্যান্য খাতের শ্রমিকদেরও এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বাজার স্থিতিশীল ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তায় সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই সম্প্রসারণের পদক্ষেপ নেয়া হয়েছে।

বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য ওএমএস কার্যক্রম পরিচালনা করছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব অনুমোদনের জন্য ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আমদানির মাধ্যমে সরবরাহ বৃদ্ধি এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর সরকারের মনোযোগের ওপর আলোকপাত করেন।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজনীয় পণ্য আমদানি করছে, পাশাপাশি বেসরকারি খাতও সরবরাহ চেইনে অবদান রাখছে। এটি পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের মাধ্যমে দাম স্থিতিশীল করতে সহায়তা করবে।

ড. সালেহউদ্দিন বলেন, সক্রিয় বাজার মনিটরিংয়ের কারণে ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। এখন আমদানি বা উৎপাদন ব্যয়ের সাথে খুচরা মূল্যের ব্যবধান কমানো জরুরি।

তবে ওএমএস কার্যক্রমে নতুন করে ১০ লাখ পরিবার যুক্ত করার বিষয়টি স্পষ্ট করে অর্থ উপদেষ্টা বলেছেন, ১ কোটি পরিবারের জন্য টিসিবি কার্ডের যে কার্যক্রম, তা এখনো পুরোপুরি কার্যকর করতে পারেনি সরকার। তাই সেখান থেকেই এই ১০ লাখ পরিবারের জন্য সংস্থান করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের ডিওর ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার পাশের কারখানার পোশাকশ্রমিকদের মাঝে টিসিবির নির্ধারিত পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল