২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ - ছবি : নয়া দিগন্ত

সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে পর্যটনের ভূমিকা অপরিসীম।

শুক্রবার (২২ নভেম্বর) নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ‘সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান এবং পর্যটন খাতে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে।’

তিনি বলেন, ‘পর্যটন মেলা পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে।’

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ ধরনের মেলা আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।’

তিনি বলেন, ‘মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারেন।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ নভেম্বর শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলা শেষ হবে আগামীকাল। এতে মোট ২৮৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ অংশ নিচ্ছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল