খেজুর আমদানিতে আগাম কর প্রত্যাহার
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১১:৪২
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সর্বসাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে আমদানিনির্ভর খাদ্যপণ্যের শুল্ক-কর কমানো এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে সরকার।
বৃহস্পতিবার খেজুরের শুল্ক-কর কমানো ও আগাম কর প্রতাহার-সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, পবিত্র রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয়েছে । একইসাথে বিদ্যমান পাঁচ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট কর ৬৩ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমানোর করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা কমতে পারে। আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর ফলে খেজুরের আমদানি বাড়বে, বাজারে খেজুরের সরবরাহ বাড়বে। এছাড়া খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা