২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোজ্যতেল আমদানিতে আরো ৫ শতাংশ ভ্যাট কমল

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল - ছবি : নয়া দিগন্ত

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এনবিআর পরিচালক জনসংযোগ সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইতোপূর্বে এনবিআর বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআর মনে করে ভ্যাট প্রত্যাহারে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাদেরকে বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।’

প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় পাঁচ শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে। এবারে ভ্যাট অব্যাহতির ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকল।


আরো সংবাদ



premium cement