১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল আরো ৩ ব্যাংক

- ছবি : নয়া দিগন্ত

চলমান নগদ অর্থের প্রবাহ সংকটের মধ্যে দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে আরো তিনটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বলেন, আর্থিকভাবে সচ্ছল ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক ঋণ চুক্তির মাধ্যমে এ তহবিল সরবরাহ করেছে।

এর আগে সঙ্কটে পড়া আরো পাঁচ ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে মোট তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াল ৬ হাজার ৮৫০ কোটি টাকা।

সহায়তা গ্রহণকারী দুর্বল ব্যাংকগুলোর নাম প্রকাশে নীতিগত বিধিনিষেধের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থা ব্যাংকিং খাতের তারল্য চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।’

এসব প্রচেষ্টা সত্ত্বেও তারল্য সঙ্কটের মূল কারণগুলো মোকাবিলা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য বৃহত্তর কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement