১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা - ছবি : সংগৃহীত

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না। যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক হতে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছে না। এ পরিস্থিতিতে ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হলো।

এছাড়া অন্যান্য প্রতিটি শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ৫ হাজার পিস রাখতে হবে। আর প্রতিটি উপশাখায় ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ১ হাজার পিস রাখতে হবে।

তবে লেনদেনের ফলে ধাতব মুদ্রার স্থিতি হ্রাস পেতে পারে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে হ্রাস পেলে জনসাধারণ, ফিডিং শাখা ও প্রয়োজনে কাছের বাংলাদেশ ব্যাংক হতে সংগ্রহ করতে পারবে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আরো সংবাদ



premium cement
কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে : সহকারী মহাসচিব মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানিতে যা হলো কক্সবাজার অ্যারিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ৩০ ইসরাইলি সেনা নিহত পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে ৪৬তম বিসিএসের ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান

সকল