০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

২ কার্গো এলএনজি, ১ লাখ ৯০ হাজার টন সার, ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার

২ কার্গো এলএনজি, ১ লাখ ৯০ হাজার টন সার, ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার - ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ দুই কার্গো এলএনজি, এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ১২তম সভায় আজ এ অনুমোদন দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০২৫ অর্থবছরের ৮ম লটের অধীনে ১৪৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার সংগ্রহ করবে। এ সারের প্রতি টনের দাম পড়বে ৪১৫ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের অধীনে সরকার প্রায় ১৭৫ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক টেন্ডার পদ্ধতিতে সুইজারল্যান্ডের এমএস আসটন এ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল থেকে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন গমের দাম হবে ২৯২.১৪ মার্কিন ডলার।

এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকার স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের এমএস ভিটল এশিয়া পিটি লিমিটেড থেকে প্রায় ৬৬৬ কোটি ৫৭ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির দাম হবে ১৪.১৩ মার্কিন ডলার।

এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে, সরকার স্পট মার্কেট হতে সুইজারল্যান্ডের এমএস টোটাল এ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রায় ৬৮৭ কোটি ৩৩ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি একক এলএনজির দাম হবে ১৪.৫৭ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে সরকার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ২০২৫ অর্থবছরে ৬ষ্ঠ লটের অধীনে সৌদি-আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রায় ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। এ সারের প্রতি টনের দাম পড়বে ৩৮২.৬৭ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিসিআইসি ২০২৫ অর্থবছরে ৭ম লটের অধীনে সৌদি আরবের সাবিক এগ্রি নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রায় ১৩৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম হবে ৩৭০.৮৩ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের অন্য আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিসিআইসি ২০২৫ অর্থবছরে ৭ম লটের অধীনে কাফকো থেকে ১২৬ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে, যার প্রতি টন সারের দাম হবে ৩৫০.৭৫ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি ২০২৫ অর্থবছরে ৯ম লটের অধীনে মরক্কো’র ওসিপি নিউট্রিক্রপস থেকে ১৫০ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের মূল্য হবে ৪১৭.৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের অন্য একটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি ৮ম লটের অধীনে মরক্কো’র ওসিপি থেকে প্রায় ২৮৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে, যার প্রতি টন সারের দাম হবে ৫৯৭.৫০ মার্কিন ডলার।

এছাড়া এসিসিজিপি সভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন করেছে, যেখানে ২৮৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৭৯ টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইবতেদায়ি (১ম, ২য় ও ৩য় শ্রেণি) মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ৬ষ্ঠ শ্রেণী, দাখিল ৬ষ্ঠ শ্রেণী এবং কারিগরি ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের সাত কোটি ৩১ লাখ ২৯ হাজার ৮৫৯ কপি মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ করা হবে।

সভায় মাধ্যমিক (বাংলা ও ইংরেজি সংস্করণ,) ৭ম শ্রেণি, দাখিল ৭ম শ্রেণি এবং কারিগরি ৭ম শ্রেণির পাঁচ কোটি ৩৩ লাখ ৩১ হজার ৭৮৭ কপি পাঠ্য বই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের জন্য ৬৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৪০ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে এনসিটিবির আরেকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল