১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এসিইউয়ের অর্থ পরিশোধে কমেছে রিজার্ভ

এসিইউয়ের অর্থ পরিশোধে কমেছে রিজার্ভ - ছবি : ইউএনবি

রোববার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ১৫০ কোটি ডলার পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। আইএমএফের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা যায়, রেমিট্যান্স ও রফতানি আয়ের কারণে গত ৭ নভেম্বর সাময়িকভাবে ২০ বিলিয়ন ডলার স্পর্শ করে দেশের রিজার্ভ। তবে এসিইউকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করায় তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এর আগে, সেপ্টেম্বরে ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার (জুলাই-আগস্টের) এসিইউ বিল পরিশোধে রিজার্ভ কমে দাঁড়ায় ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক মাসগুলোতে ছয় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। পাশাপাশি রফতানি আয় হয়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি। এর ফলে রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা এসেছে। তার ওপর আমদানিতে এলসি খোলার চাপ কমায় ব্যাংকগুলো ডলারের পর্যাপ্ত তারল্য বজায় রাখতে পারছে। এছাড়া বিদেশী ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার ফলেও রিজার্ভের পরিমাণ বেড়েছে।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে কোভিড-পরবর্তী অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে বাধ্য হয় সরকার। পাশাপাশি বৈদেশিক ঋণ ও বিনিয়োগের পরিমাণ হ্রাস এবং আগের ঋণ পরিশোধ করার ফলে দীর্ঘদিন ধরে রিজার্ভের পরিমাণ কমতে থাকে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, সিদ্ধান্ত সরকারের : সেনা সদর

সকল