২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

আবায়া অ্যান্ড গাউন এখন খিলগাঁওয়ে

নারীদের পাশাপাশি পুরুষদের পোশাকও যুক্ত করেছে আবায়া অ্যান্ড গাউন - ছবি : নয়া দিগন্ত

আবায়া পোশাকের জন্য সুপরিচিত ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউনের দ্বিতীয় শোরুম চালু হলো রাজধানীর খিলগাঁওয়ে।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে খিলগাঁওয়ের শহীদ বাকী রোডে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির নতুন এ শাখা। এত দিন আবায়া অ্যান্ড গাউন শুধুমাত্র নারীদের পোশাক নিয়ে কাজ করলেও নতুন এই অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি যুক্ত করেছে পুরুষদের পোশাকও।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী প্রধান মারুফা জাহান বলেন, ‘খিলগাঁও ও আশেপাশে ক্রেতাদের সুবিধার্থে একটি প্রাইম লোকেশনে ‘আবায়া অ্যান্ড গাউন’-এর নতুন শোরুমটি চালু করা হয়েছে। আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ-এর মতো পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য যে বিশেষ আকর্ষণ রয়েছে তা হলো আমরা নিজেদের ডিজাইন এবং নিজেদের তৈরি পোশাকের পাশাপাশি দুবাই ও চীন থেকেও পোশাক আমদানি করি। খিলগাঁও শোরুম-এর নতুন চমক হলো এখানে পাঞ্জাবি ও টি-শার্টের কালেকশন আছে।’

হিজাব বা পর্দা করার জন্য বিশেষ পোশাকগুলোর ক্ষেত্রে একটি গতানুগতিক ধারণা প্রচলিত থাকলেও এটাকে যে ফ্যাশনেবল করে উপস্থাপন করা যায় তেমন একটি ধারণা নিয়েই পান্থপথে একটি শোরুম নিয়ে যাত্রা শুরু করে আবায়া অ্যান্ড গাউন।

ফ্যাশন হাউজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এখানে প্রতিদিনই নতুন পণ্য উন্মোচিত হয়। সংস্কৃতি, সময় ও স্থান এসব কিছুর সাথেই প্রাসঙ্গিকভাবে ভারসাম্য বজায় রেখে ডিজাইন ও সৃষ্টিশীলতাকে সফলভাবে প্রয়োগ করে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এ সংযোজন এ ধারাবাহিকতারই একটি অংশ।


আরো সংবাদ



premium cement
বন্দিবিনিময়ের মধ্য দিয়ে প্রথম পর্বের শেষ ধাপ সম্পন্ন পদত্যাগ করবেন নাহিদ নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম অজ্ঞাত প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছিল ২৯ মিলিয়ন ডলার জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিন নতুন দল নিয়ে কাটছে না অনিশ্চয়তা ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদে আরব নেতাদের বৈঠক ঝিনাইদহে পূর্ববাংলার ৩ জনকে গুলিতে হত্যা : দায় নিয়ে ধোঁয়াশা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও আর্থিক বৈষম্য এখনো প্রকট : বাণিজ্য উপদেষ্টা আপিল বিভাগের প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা খিলগাঁওয়ের আগুনে ২৪ গাড়ি পুড়ে ছাই

সকল