১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা

- ছবি : বাসস

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সদরদফতরে একটি সহযোগিতামূলক বৈঠকে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যুৎ এবং সবুজ প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ন্যামস মোটরস লিমিটেড এবং চীনের ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড ও বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেডের প্রতিনিধিরা লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল উৎপাদনের পাশাপাশি কানেক্টিভিটি ওয়েল হিসেবে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন।

রোববার বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ওং টিক বেঞ্জামিন বলেন, ‘বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রফতানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারি চালিত গাড়ি চলছে, কিন্তু ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়। আগামী বিশ্বে ইলেট্রিকাল যানবাহনের পরিমান অনেক বৃদ্ধি পাবে সেকথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান বলেন, আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং বাংলাদেশের সবুজ প্রযুক্তি ও দূষণমুক্ত উন্নয়নে অবদান রাখা।

মতবিনিময় সভায় বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনের বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে বলেন, বিডা সব সময় বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা দিতে বদ্ধপরিকর।

এ সময় তিনি বলেন, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের জন্য নিজস্ব কান্ট্রি অফিসার রয়েছে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ সেবা লাভ করতে পারেন। তিনি চীনের বিনিয়োকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিডা, ন্যামস মোটরস লিমিটেড, চীনের ওয়েলবে কমিন্সমেন টেকনোলজি লিমিটেড ও বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশ উদ্ধার কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত

সকল