২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরিবেশ অধিদফতরের অভিযান, ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ

নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান - ছবি : সংগৃহীত

সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর।

জানা যায়, অভিযানে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করা হয়।

অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ২৫০০ টাকা জরিমানাসহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী বলেন, ‘পরিবেশ অধিদফতরের দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 


আরো সংবাদ



premium cement