বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২৪, ১৬:০২
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে মূল্য হ্রাসের আশঙ্কার কারণে বিক্রির ব্যাপক চাপ ছিল।
আজ বৃহস্পতিবার সকালে লেনদেনের কার্যক্রম সপ্তাহের প্রথম দিকের তুলনায় অনেকটা ধীর ছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রথম দুই ঘণ্টায় ৭৪ হাজার ২৬টি লেনদেনের মাধ্যমে মোট আট কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যার লেনদেন মূল্য ২৪০ কোটি টাকায় পৌঁছায়।
এ সময়ে ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।
ডিএসইএক্সের প্রধান সূচক পাঁচ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৫২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার ডিএসইএস শরিয়াহ সূচক দুই দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৪ দশমিক ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ ব্লু-চিপ সূচক তিন দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭১ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা