০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সারাদেশে অর্থনৈতিক শুমারি ১০ থেকে ২৬ ডিসেম্বর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লোগো - সংগৃহীত

আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী সারাদেশে অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের আওতায় পরিচালিত হবে। ৯৫ হাজার তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৬৫টি তথ্য নেয়া হবে। এবারই প্রথম কর্মরত বিদেশীদের সবধরনের তথ্য সংগ্রহ করা হবে বলে।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে অর্থনৈতিক শুমারি-২০২৪ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে মূল শুমারির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।

বিবিএস জানায়, দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব হবে। যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

বিবিএসের কর্মকর্তারা শুমারির প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি গ্রহণ ও সময়মত সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর থাকার কথা জানান।


আরো সংবাদ



premium cement
কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় ১৪ নভেম্বর বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে বরিশালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত জিয়ার সমাধিতে হার্ট অ্যাটাকে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং সম্মান ডিগ্রি প্রদানের দাবি পাগলা মহিষের গুতায় মগবাজারে নারীর মৃত্যু আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক, সম্পাদক নুরুন্নবী নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে আদালতে আমুর আইনজীবীকে পিটুনি পর্যটকদের আকৃষ্ট করতে বান্দরবানে অভূতপূর্ব ছাড়

সকল