৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে ডাটা অটোমেশনে ঝুঁকছে এনবিআর

- ছবি : ইউএনবি

কর ফাঁকিবাজদের চিহ্নিত করার পদ্ধতিকে আরো উন্নত করতে একটি আন্তর্জাতিক মানের ঝুঁকি বিশ্লেষণ পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ডাটা অটোমেশনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ডাটা অটোমেশনের প্রয়োজনে করদাতাদের তথ্য সংগ্রহকে গুরুত্ব দিচ্ছে রাজস্ব কর্তৃপক্ষ। করদাতাদের ঝুঁকি ব্যবস্থাপনা বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োজন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা কর ফাঁকিবাজদের শনাক্ত করতে আন্তর্জাতিক ঝুঁকি বিশ্লেষণের মান অনুসরণ করার নির্দেশনা জারি করেছি।’

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক করদাতাদের তথ্য পাওয়া একটি পূর্বশর্ত বলেও উল্লেখ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ‘প্রয়োজনীয় তথ্য জমা থাকলে করদাতাদের যত কম সম্ভব দুর্ভোগ পোহাতে হবে। আর কর ফাঁকিবাজদের ধরতে সিস্টেমটি সাজানো সম্ভব হবে।’

উল্লেখ্য, এনবিআরের অডিট পদ্ধতি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলমান তাই পক্ষপাতদুষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ তৈরি হয়।

এনবিআর চেয়ারম্যান ম্যানুয়াল পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে কর্মকর্তারা ব্যক্তিগত রায়ের ভিত্তিতে ট্যাক্স ফাইলগুলো পর্যালোচনা করেন। ওই সিস্টেম থেকে সরে আসতে অফিস আদেশ জারি করা হয়েছে।’

এদিকে, ডিজিটাল রূপান্তরের জন্য নতুন কর ফাইল বাছাই সাময়িকভাবে স্থগিত করেছে এনবিআর।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এনবিআরের ট্যাক্স অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সদস্য মো: আলমগীর হোসেন সব মাঠ পর্যায়ের কর অফিসকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমান ম্যানুয়াল পদ্ধতিতে নতুন অডিট বাছাই স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়কর সার্কেলে সরকারি চাকরিজীবীদের অনলাইনে আয়কর দাখিল (ই-রিটার্ন) বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশসহ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের জন্য ই-ফাইলিং বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৪-২০২৫ করবর্ষে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল ও পরিশোধ সহজ করাই এনবিআরের লক্ষ্য।

গত ৯ সেপ্টেম্বর চালু হওয়া অনলাইন রিটার্ন ফাইলিং সিস্টেমে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবে। পাশাপাশি দাখিলকৃত রিটার্ন, রসিদ, আয়কর সার্টিফিকেট ও টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। অতীতের ই-রিটার্নগুলোর অ্যাক্সেসও মিলবে।

আপডেটেড নিরীক্ষা নির্দেশিকা অন্তর্ভুক্ত করে নতুন প্রবর্তিত আয়কর আইন ২০২৩ সম্ভাব্য বর্ধিত আমলাতন্ত্র এবং ব্যয় সম্পর্কে উদ্বেগ ছড়িয়ে দেয়। এই নির্দেশিকা অনুযায়ী করদাতাদের একাধিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো গোপন লেনদেন বেড়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি করে।

এসব সমস্যা সমাধানে অডিট ট্রান্সপারেন্সি বাড়াতে ‘রিস্ক ম্যানেজমেন্ট ইঞ্জিন’ সফটওয়্যার তৈরি করছে এনবিআর। এই সফটওয়্যারটি অন্যান্য সরকারি সংস্থার সাথে মিলে ট্যাক্স ফাইল অডিটে রিস্ক ফ্যাক্টরগুলো ব্যবহার করে কর ফাঁকির বিরুদ্ধে কাজ করবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু সুবর্ণচরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন এক দিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু কমলা নির্বাচনী সমাবেশে গাজায় যুদ্ধবিরতির স্লোগান ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে শেষ মুহূর্তে প্রার্থীদের অভিনব প্রচারণা, পরিচ্ছন্নতাকর্মীর বেশে ট্রাম্প উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না, পশ্চিমাদের প্রতি প্রশ্ন রাশিয়ার

সকল