২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত

২৬ দিনে এলো ২৩ হাজার ৪০০ কোটি টাকা
চলতি মাসেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে - প্রতীকী ছবি

গত মাসের মতো চলতি মাসেও রেমিট্যান্স প্রবাসী আয়ের গতি ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি অক্টোবরের ২৬ দিনে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৫ কোটি ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসারে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এভাবে আসার গতিধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স হবে আড়াই বিলিয়ন ডলার।

আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়ীত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৯ কোট ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার।

তবে এ সময়ের মধ্যে ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীরা পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৮ লাখ ডলার (২.৪০ বিলিয়ন) পাঠিয়েছেন। যা বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে।


আরো সংবাদ



premium cement
বশেমুরকৃবি’র নতুন ভিসি হলেন প্রফেসর মোস্তাফিজুর রহমান অন্যায়ের ঋণ ও ন্যায়ের দায় ডিমলায় নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপন ফিলিপাইনে ট্রামি ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০০ ক্ষমতার লিপ্সা থেকেই পৈশাচিক হত্যাকাণ্ডের নেশা চেপে বসেছিল আ.লীগের : শামীম সাঈদী ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৫ ছাত্রলীগকর্মী গ্রেফতার ‘আগামীতে নয়া দিগন্তের পথচলা সুন্দর হোক’ ‘বিএনপি ক্ষমতায় এলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে’ সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন টঙ্গীতে পরিত্যক্ত গুদামের ছাদ ধসে নিহত ১, আহত ২

সকল