২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আরবি নিউজ অনুবাদ শেখার অনবদ্য বই ‘মিডিয়া আরবি শিখি’

-

কোরআন-হাদিস চর্চার পাশাপাশি আরবি শিক্ষার্থীদের মধ্যে ইদানিং আরবি পত্র-পত্রিকা পাঠ ও সেখান থেকে নিউজ অনুবাদের আগ্রহ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সে লক্ষে ইতিপূর্বে বাজারে এসেছে বেশ কয়েকটি ‘অনুবাদ শেখার আরবি-বাংলা বই’। সেগুলো থেকে শিক্ষার্থীরা যথাসম্ভব উপকৃতও হয়েছে। কিন্তু এরই মধ্যে আরবি থেকে বাংলায় নিউজ অনুবাদের জন্য নতুন আরেকটি বই প্রকাশিত হয়েছে। দেশের তরুণ আলেম ও আরবি ভাষাবিদ শফিকুল ইসলাম আল ইমদাদী লিখিত এ বইয়ের নাম ‘মিডিয়া আরবি শিখি’।

বইটি প্রকাশের আগে তাতে থাকা প্রতিটি নিউজ লেখকের ফেসবুকে দেয়া হতো, তখন থেকেই আরবি নিউজ অনুবাদের সাথে সম্পৃক্ত তরুণরা তাকে একটি বই করার আহবান জানান। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই শফিকুল ইসলাম আল ইমদাদীর ‘মিডিয়া আরবি শিখি’-এর জন্ম।

নিউজ অনুবাদের সাথে সম্পৃক্ত একাধিক তরুণ বইটি সম্পর্কে জানিয়েছেন, আগের বইগুলোর চেয়ে এটি বেশ সহজ ও সাবলীল। অধিক প্রয়োজনীয় ও তুলনামূলক সহজ নিউজগুলো পূর্ণাঙ্গ অনুবাদের পাশাপাশি শব্দে শব্দেও অনুবাদ করা হয়েছে, যা অনুবাদের প্রাথমিক শিক্ষার্থীর জন্য খুবই উপকারী ও ফলদায়ক হবে। সে হিসেবে এ পর্যন্ত বাংলায় রচিত অনুবাদের অন্যান্য বইয়ের চেয়ে এটি অনন্য ও অনবদ্য।

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুত দাওয়াহ। ২৩৪ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। মাকতাবাতুত দাওয়ার পাশাপাশি শফিকুল ইসলাম আল ইমদাদী পরিচালিত রাজধানীর জামিয়াতুল উস্তাদ শহিদুল্লাহ ফজলুল বারী (রহ.) ঢাকা-এর অফিস ও বাংলাবাজার থেকে বইটি সংগ্রহ করা যাবে।

 


আরো সংবাদ



premium cement
জাহাজে খুন : সন্তানের শোকে প্রাণ হারালেন সজিবুলের বাবা দুর্নীতিবাজরাই রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করছে : মোহাম্মদ সেলিম উদ্দিন আশিয়ান সিটির প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি টানা পঞ্চমবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ মুখ্য নয় : অ্যাটর্নি জেনারেল ক্যান্সারে আক্রান্ত মেয়ের জন্য সাহায্যের আকুতি মুক্তিযোদ্ধা কানু কাণ্ডে ৪ জনের জামিনে মুক্তি কায়কোবাদ ফিরছেন আজ বিমানবন্দরে স্বাগত জানাবে জনতা কক্সবাজারের আ’লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেফতার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের গেটটুগেদার নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার হবে : আমিনুল হক

সকল